সময় যখন বদলে যায়,সাথে সময়ের ভাবনা
গুলোও একাগ্রচিত্তে বদলাতে থাকে।হঠাৎ কিছু না পাওয়ার বেদনাটা সারাক্ষন মনের অন্তরালে থেকে যায়।সময় তখন আর সঙ্গ দেয় না।নিজের মতো করে অনবরত: চলতে থাকে।বলার কিছু থাকে না।মনে অনেক প্রশ্ন জাগে সময়ের অনুঙ্খে।কিন্তু ভাবনা গুলো এক একটা করতে করতে অনেক গুলো ভাবনার মায়াজাল তৈরী করে।নিজেকে তখন ভাবনাবান বা ভাবুক মনে হয়।মায়াজালে আবদ্ধ প্রতিটি ভাবনাই এক একটা স্বপ্ন।এক একটা স্বপ্নই কিছু পাওয়ার বেদনা বা আশা।যদি পাওয়ার বেদনাটা একদিন কোন এক সময় হঠাৎ করে বদলে যায়,তখন না পাওয়ার বেদনাটা চোখের জলে সমাধিতে পরিণত হয়।মনে পরে যায়,সারাক্ষন সেই সব ভাবনা ,বেদনা গুলো।মাঝে-মাঝে ঘুমহীন চোখের পাতায় আগের মতো ভাবনা গুলো স্বপ্নের মত খেলা করেনা,নীরবে-নিভৃতে রঙিন ভাবনাগুলির ও মৃত্যু হয়েছে অনেক আগেই।এখন,নীরব রাতের নির্জনতায় ঘুমহীন চোখ জুড়ে আছে শুধুই শূণ্যতা …তবুও এটুকু বলতে দ্বিধা কই? ভালো আছি ..অনেক ভালো আছি!!