সাইেফুল করিমের গান ও সুরে..
গতকাল চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (CUBAA) এর দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী, অগ্রজ এবং অনুজ সতীর্থদের সাহচর্যে সপরিবারে আনন্দঘন এবং স্মৃতি মুখর একটি দিন কাটলো। অনুষ্ঠানের আয়োজকদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।
অনুষ্ঠানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৯ তম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের সম্মিলিত পরিবেশনায় ছিল এই পুনর্মিলনী উপলক্ষে আমার লেখা এবং সুর করা একটি গান।
“সারা বাংলাদেশের গ্রাম-গঞ্জ-শহর থেকে,
সেই তারুণ্যে একবুক শক্তি-স্বপ্ন মেখে,
জীবনের কয়েক বসন্ত কেটেছে যেথায়,
আজ আবার এসেছি সবাই তারই ছায়ায়…..।
যারা গড়েছেন মন-মানুষ-মহৎ জীবন,
তাঁরা ছিলেন বন্ধু আবার পিতার মতন,
আজ কৃতজ্ঞতা শ্রদ্ধাভরে
সেইসব গুরুর তরে;
জানাই সালাম হৃদয় থেকে…………।
যে শিক্ষা, যত দীক্ষা পেয়েছি সেথায়,
করবো ধারণ সেসব মনের খাতায়,
আজ পূর্ব-পরের এই বন্ধন
গড়ুক শত শুভক্ষণ;
আলোর ধারায় দেশের বুকে………..।”