রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ২ দিনের ব্যবধানে আবারও গালায় ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার গাইনের সিলে গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে আর একজনকে বিয়ে করে। সৎ বাবা এবং মার সাথে রহমানের প্রায় ঝগড়া হতো। গত কালও ঝগড়া হয়েছিলো। পরে রোববার সকালে আবার ঝগড়া হলে সে গলায় নেটের দড়ি দিয়ে আতœহত্যা করে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি শুনেছি । আটুলিয়া ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে ৩ জনের আত্মহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করেছি কিন্তু কোন কিছু পায়নি।
এবিষয়ে শ্যামনগর থানার অফিস ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, বিষয়টি শুনেছি এবং ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছেন। উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়নে গত ১ এপ্রিল ১ দিনে পৃথক ঘটনায় দুই যুবক আতœহত্যা করে। ২ দিনের ব্যবধানে আবারও আতœহত্যার ঘটনায় এলাকাবাসির মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।