শেখ নুরুল আবছার নিসু,চট্রগ্রাম বিভাগীয় প্রধান।
সাপে কাটা রোগীর চিকিৎসা ‘অ্যান্টিভেনম’ এখন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈজ্ঞানিক ভিত্তিতে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে।
প্রতিষেধক আবিষ্কারের আগে বিষাক্ত সাপে কেটে মৃ-ত্যুর প্রহর গোনা ছাড়া কিছুই করার ছিল না। কিন্তু এখন সাপে কাটা রোগীরা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই দিতে পারবেন অ্যান্টিভেনম ইনজেকশন।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের যথাসাধ্য উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন । এবিষয়ে ফেনী সিভিল সার্জন ডাঃ রফিক উস ছালেহীনও তাকে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেছেন।
যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৩০৩২৪৮৪৪ এই নম্বরে যোগাযোগ করে স্বাস্থ্য সেবা নিতে অনুরোধ করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিফ সাব্বির।