নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রাকিব হোসেন (২০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে এবং স্থানীয় আল আমিন দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চর আমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সন্ধ্যার দিকে নিহত রাকিব ও তাঁর বাবা জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প মেশিনে চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব ঘটনাস্থলে মারা যায়। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।