সেই আরবার ফাহাদের ছোটভাই বুয়েটে চান্স পেয়েছে,দুশ্চিন্তায় মা।
বৃহস্পতিবার বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে। তার রোল নং ৫৫৩৯৫।