নুরুল আবছার
নাজমা রহমান ও আজাদুর রহমান আজাদ দম্পতি এক ইতিহাস গড়লেন দুজন দুই ভুবনের বাসিন্দা কিন্তু দুজনেই দুই শহরের মেয়র! একজন আজাদুর রহমান আজাদ সিলেটের সিটি করপোরেশন একাধিকবার নির্বাচিত কাউন্সিলর অন্যজন নাজমা রহমান স্বামী স্ত্রী বৃটেনের ওয়েস্টহ্যামস্টেডের কাউন্সিলর!
বৃহস্পতিবার যুক্তরাজ্যর স্থানীয় সরকার নির্বাচনে ২য় বারের মত ওয়েস্টহ্যামস্টেডের কাউন্সিলর নির্বাচিত হন নাজমা রহমান।
সিলেটের সবচেয়ে আলোচিত ও গর্বের বিষয় এ পরিনত হয়েছে ঘটনাটি।