রুবেল আহমেদঃ সয়াবিন তেলের রেকর্ড দাম বৃদ্ধিতে একদিকে খুশি ব্যাবসায়িরা অন্যদিকে হতাশ সাধারণ মানুষ।
সাধারণ মানুষ আজ সত্যিই দিশেহারা দেশে সবজিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে গুনিতিক হারে অথচ সরকার বলছেন দাম নাগালের মধ্যে আছে!
দেশের রাস্তায় বের হলে ফকিরের অত্যাচারে হাঁটা যায়না অথচ সরকারি লোকজন বলছেন হারিকেন জ্বালিয়েও আপনি ফকির খুঁজে পাবেননা।
আমেরিকান সরকারের তথ্য অনুযায়ী বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি অথচ সরকার বলছেন আমেরিকায় নির্বাচন সুষ্ঠু হয়নি!
Rab এর বিরুদ্ধে অভিযোগ তারা মানুষ গুম করছেন আর Rab বলছেন তারা গুম নয় বরং গুম মানুষকে খুঁজে বের করছেন!
শিক্ষা খাতের দিকে তাকালে দেখবেন মুলত করোনার কারনে ধ্বংসের পথে এ গুরুত্বপূর্ণ খাতটি অথচ সরকার একেকবার একেক রকম সিলেবাস কারিকুলাম তৈরি করছেন, নেই কোন সুনির্দিষ্ট পরিকল্পনা!
হাসপাতাল ও স্বাস্থ্য খাতে চলছে দীর্ঘদিন দিনের অনিয়ম অরাজকতা অথচ আমরাই আবার স্বঘোষিত করোনা নিয়ন্ত্রণে বিশ্বের সেরাদের কাতারে।
ঢাকা শহরে সামান্য বৃষ্টি হলেই অলিগলি তলিয়ে যায় অথচ সেইসব রাস্তায়ই সারাবছরই চলে ড্রেনেজের কাজ!
করোনায় সবচেয়ে বেশি লাজুক অবস্থায় ছিলো বেসরকারি স্কুল,কলেজ ও কিন্টার গার্ডেন এর পরিচালক ও শিক্ষক কর্মচারীরা অথচ সরকার তাদের খোঁজও নেয়নি! অথচ এই সরকারই অসহায়ের সহায়?
আসলেই আমরা সাধারণ মানুষ কিছু বুঝিনা, আমাদের বোঝার অধিকার নেই! সরকারের কাছে আমাদের মুল্যেও নেই, মুল্যে আছে মুলত ব্যাবসায়ি ও টাকাওয়ালাদের।
এভাবে আর কতদিন…..?