নুরুল আবছার নিসুঃ
হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুল হিকরা ই শরীফ মসজিদে লাখো মানুষের ভীর।
তথ্য সুত্রে জানা যায় পোশাকটি হযরত ওয়াইশ কোরোনি আঃ (সাঃ) উপহার দেন হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত ওয়াইশ কোরোনি আঃ (সাঃ) এর বংশধরেরা এটি বছরের পর বছর যত্ন করে দেন।
পোশাকটি করোনার আগে বছরের একটি নিদিষ্ট সময়ে দর্শকদের দেখার সুযোগ করে দেওয়া হতো কিন্তু করোনার জন্য দুই বছর বন্ধ থাকার পর আবার শুরু হয় সাধারণ জনগণকে দেখার সুযোগ।