বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালোঃ র্মিজা ফখরুল বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ বাদ ডিএমপি কমিশনারঃ থানা থেকে পালানো ওসি সম্ভবত ইন্ডিয়া চলে গেছেন বাংলাদেশ-পাকিস্তানের ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা সকল ইউনিটের পুলিশ সদস্যদের জন্য একই পোশাক আসিফ নজরুল শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের স্বাক্ষর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, শুল্ক বৃদ্ধিসহ যেসব চমক দিচ্ছেন ট্রাম্প ‘তোমার চোখে জুলাই’, লেখা পাঠানোর আহ্বান সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

হারিয়ে যাওয়া তামার পাত্র আবার ফিরাতে হবে

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

আলমগীর আলম- ন্যাচারোপ্যাথি, আকুপ্রেসার বিশেষজ্ঞঃ একসময় ঘরে ঘরে তামার পাত্র, গ্লাস ব্যবহার হতো, পানি তামার গ্লাসে পান করা হতো। সেই মানুষ হয়তো বিজ্ঞান টা জানতো না কিন্তু দৈনিন্দন জীবনে তামার পাত্রে পানি পান করা হতো।

আধুনিক গবেষণায় বলা হচ্ছে তামার পাত্রে রাখা পানি অনেক গুণের, বিশেষ করে এটা চার্জ ওয়াটারে রূপান্তর হয় যা কিনা শরীরে জন্য অনেক প্রয়োজনীয় মিনারেলের ঘাটতি পূরণ করে।

প্রাচীন রোমান সভ্যতা থেকে শুরু করে, ভারতীয় আয়ুর্বেদে পর্যন্ত তামার উল্লেখ পাওয়া যায়। প্রাচীন রোমান গ্রন্থগুলিতে, পেটের জীবাণু মেরে ফেলার জন্য তামা-ভিত্তিক ওষুধের কথা বলা আছে। আয়ুর্বেদ মতে, তামার পাত্রে পানি পান করলে পেট ডিটক্সিফাই এবং পরিষ্কার হয়।

তামায় এমন কিছু বৈশিষ্ট্য বর্তমান, যা পেরিস্টালসিসকে উদ্দীপিত করে, পেটের আস্তরণের প্রদাহকে কমায় এবং হজম ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। এছাড়া, তামা পেটের আলসার, বদহজম এবং পাকস্থলীর সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে চমৎকার প্রতিকার।

তামা হার্টের রক্ত প্রবাহ বৃদ্ধি করার পাশাপাশি, রক্তনালীগুলিকে প্রসারিত করতে এবং প্লাক পরিষ্কার করতে সহায়তা করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, তামার ঘাটতির ফলে হৃৎপিণ্ডের পেশীগুলি কর্মহীন হয়ে পড়তে পারে। যার ফলে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে।

তামাতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকে। তামা দ্রুত ক্ষত নিরাময়ের পাশাপাশি, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতেও সহায়তা করে। এছাড়া, আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের স্বস্তি প্রদান করে। তামা হাড় মজবুত করতেও সহায়তা করে।

তামা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এটি শরীরকে আয়রন শোষণ করতেও সহায়তা করে, এর অভাব হলে রক্তাল্পতা দেখা দেয়। তাছাড়া, মানবদেহে তামার ঘাটতির ফলে বিরল হেমাটোলজিকাল ডিসঅর্ডার হতে পারে, যার ফলে শ্বেত রক্তকণিকা কমে যাওয়ার মতো সমস্যা হয়।

আমেরিকান ক্যান্সার সোসাইটির মতানুসারে, তামা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস করতে অত্যন্ত সহায়ক। শৈশব থেকেই যদি শরীরে কপারের ঘাটতি দেখা দেয়, তাহলে তা হাইপোটেনশন বিকাশের দিকে পরিচালিত করে, তবে প্রাপ্তবয়স্করা যদি তামার ঘাটতিতে ভোগেন, তাহলে তাদের উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। তামার ট্রেস পরিমাণ আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

এবার প্লাস্টিকের পাত্রের পানি রাখা বন্ধ করে তামার পাত্রে পানি রেখে তা পান করার অভ্যাস করতে পারি। শুধু এই টুকু পরিবর্তন করে যদি শরীর ভাল রাখা যায় তাহলে মন্দ কি!

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com