হৃদয়ের নীল
কলমে- রাবেয়া সুলতানা
তাং১১/৮/২০২২
হৃদয়ের নীল যদি ব্যাথা ঢেকে দিতো
দলছুট দূরন্ত শকুনটা পরাজিত হতো।
কলম আর চলে না হৃদয়ের নীল আকাশ জুড়ে
কিছু কথা যায় না বলা বিসর্জনেও তীরবিদ্ধ করে।
আবীর ছড়ানো বসন্তেও উদ্যম রক্তক্ষরণ
কিসের বন্ধন,কে আপন?সেই শঙ্কায় কাটে সারাক্ষণ।
অশ্বত্থের তলে,শিশিরজলে, তৃষ্ণা মিটাই অভিমানে।
অর্থহীন সবই, আঁধারে পাতা ঝরার মতো নীরবতা ক্ষণেক্ষণে।
হয়তো এ লেখা আবেগের ভুল,কল্পনাপ্রসূত আয়োজন।
সেক্ষেত্রে সত্য-মিথ্যা আড়াল করার কিছুটা বৃথা প্রহসন।
পবিত্র দেহ লাগে,আত্মা লাগে নক্ষত্রের আলো স্নানে
ছেড়েই দিলাম, ফিরবোনা আর শপথ ভাঙ্গা জীবনের বন্ধনে।।