প্রথম দিনে সারাদিনে চার উইকেট শিকার করলেও ভালোই চাপে রেখেছিল আফ্রিকাকে টাইগাররা তাইতো ২য় দিনে শুরুতেই অলআউট করতে চায় টাইগাররা। ২য় দিনে শুরুতেই অলআউট করবো দঃ আফ্রিকাকে -মুমিনুল।