নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ৫০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে
নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার(২৩ এপ্রিল) ভোরে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে জামতলী বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাাশি চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়।এসময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গোকুলনগর গ্রামের আবুল খায়ের ছেলে
মো. জিলানী(২৪) এবং একই উপজেলার
ভাংগড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে
মো.আনিচ মিয়া(৩৮)।
ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অপারেশন দল শনিবার ভোরে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে জামতলী বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি ট্রাকে তল্লাাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে
মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
তিনি আরও বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।