নিউজ ডেস্কঃ কপালে টিপ পরায় রাজধানীর সরকারি তেজগাঁও কলেজের শিক্ষকা ডাঃ লতা সমাদদারকে গালিগালাজ ও হয়রানি করায় পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও সমালোচনায় মুখর বর্তমান সোস্যাল মিডিয়া ও নাটক সিনেমার অভিনেতা অভিনেত্রী সহ সাধারণ জনগণ।
এমনকি অভিনেত্রী ও সাংসদ সুবর্না মোস্তফা আজ সংসদে এ বিষয় নিয়ে কথা বলেন, বিশিষ্ট লেখক আনিসুল হকসহ সবাই নিজ নিজ টাইমলাইনে সমালোচনায় মুখর! ছেলেরা কপালে টিপ দিয়ে ফেসবুকে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে!
অথচ অভিযুক্ত পুলিশ সদস্যকে এখনো সনাক্ত করা যায়নি।