সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

লাইলাতুল কদর ও পবিত্র কুরআন মজিদে এবং হাদীস শরীফের বয়ান-নুরুল আলম তৌহিদী (ইসলামিক চিন্তাবিদ এবং ধর্ম বিশারদ)

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

লাইলাতুল কদর নিয়ে পবিত্র কুরআন ও হাদীস শরীফে বিস্তারিত বয়ান রয়েছে ৷এরাতের বেশ কিছু আলামতও কিতাবে এসেছে ৷লাইলাতুল কদর নিয়ে মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গিরের একটি সুন্দর গবেষণা আছে যা তিনি তাঁর লেখা খুতবাতুল ইসলামের ৩০৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন ৷তিনি লিখেছেন–(*আমরা মনে করি ২৭ এর রাতই কদরের রাত ৷এই চিন্তাটি সঠিক নয় ৷রাসুল সঃ কখনই বলেননি যে,২৭শে রামাদানের রাত কদরের রাত ৷”তবে অনেক সাহাবী,তাবেয়ী বা আলিম বলেছেন যে ২৭শে রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি” ৷এজন্য আমাদের দায়িত্ব হলো রামাদানের শেষ দশক রাতের সবগুলো রাতকেই শবে কদর হিসেবে ইবাদত করব ৷”২৭শে রাতকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ইবাদত করবো”*)৷প্রিয় পাঠক সেই আবহমান কাল হতেই পৃথিবীর মুসলিমেরা এ বিশ্বাসকেই সঠিক বলেই জানেন আলহামদুলিল্লাহ ৷৷লাইলাতুল কদর নিয়ে বহুমত ও ব্যাখা বিভিন্ন কিতাবে বিদ্যমান যা মুহাক্কিক ঈমাম ও বুজুর্গানে দ্বীনের গবেষণারই ফল ৷সকলের ব্যাখ্যা মতেই লাইলাতুল কদরের সবচেয়ে সম্ভাবনা ময় রাত ২৭শে রাত ৷হাদীস শরীফে লাইলাতুল কদরের রাতে যারা কিয়াম করবে বা দাঁড়িয়ে সালাত ও বিভিন্ন এবাদত করবে তাদের পাপ মোচনের বিষয়ে উল্লেখ রয়েছে ৷এরাত হতে যারা বঞ্চিত হবে তাদেরকে সকল
কল্যাণ হতেই বঞ্চিত বলে রাসুল সঃ ঘোষণা করেছেন ৷তাই আসুন আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাদে মাগরিব হতেই আল্লাহর বিশেষ এবাদতে নিমগ্ন হই ৷মনে রাখতে হবে লাইলাতুল কদর  হাজার মাস হতেও দামী রাত ৷এরাতে অবতীর্ণ হয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান আলকুরান ৷ফেরেস্তা জিব্রাইল আঃ এরাতে অগণিত বিশেষ ফেরেস্তা নিয়ে জমীনে ছড়িয়ে পড়েন ও এবাদত দোয়ায় রত বান্দাদের অবস্হা অবলোকন করেন ৷সুবহানাল্লাহ ৷এ উপলক্ষে অতীতের মতো আজও সারাদেশে বিভিন্ন জামে মসজিদে ওয়াজ ইবাদত ও দোয়ার মাহফিলের বিশেষ আয়োজন থাকবে ৷ এতে মৃত ব্যক্তিগণের মাগফিরাত সহ সকলের সর্বাঙ্গীন কল্যান বরকত লাভ ও মুসলিম উম্মাহর জন্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ৷সবাইকে আন্তরিক খাস দাওয়াত পেশ করছি ৷আল্লাহ কবুল করুন আমিন ৷

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com