আবিদুর রহমানঃ
ইউরোপের আহ্বান, পশ্চিম তীরের আবাসিক বন্ধ করার, ইসরাইলকে।
পশ্চিম তীর এলাকায়, ৪ হাজার আবাসন ইউনিট গঠনের যে প্রকল্প নেওয়া হয়েছে, তা থেকে সরে আসতে ইউরোপের ১৫টি দেশ আহ্বান জানিয়েছে ইসরাইলকে। সোমবার এই বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
বিবৃতিতে ফ্রান্স ছাড়াও স্বাক্ষরকারী ইউরোপীয় দেশ সমূহ হলো জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রীস, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, মালটা, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং স্পেন।