রুবেল আহমেদঃ
চতুর্থ দিন শেষে শ্রীলংকার দেওয়া ৩৯৭ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৪৬৫ রান? চতুর্থ দিনের শেষ বেলায় ২য় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলংকার সংগ্রহ দুই উইকেটে ৩৯/২ রান, পিছিয়ে আছে ২৯ রানে! হাতে আছে ৮ উইকেট। শেষ দিনের নাটকের অপেক্ষায় বাংলাদেশ শ্রীলংকার প্রথম টেস্ট।
বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক তামিমের শতরান এবং লিটনের অনবদ্য ৮৮ রান এবং জয়ের অর্ধশত রানে শ্রীলংকার দেওয়া প্রথম ইনিংসের টার্গেটকে সহজ করে দেয় কিন্তু হঠাৎ এক ওভারে লিটন তামিমের আউটে লিড বেশি বড় করা সম্ভব হয়নি, তবে মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছে।
শেষ দিনের শুরুতে যদি বাংলাদেশের বোলাররা কিছু উইকেট নিয়ে নিতে পারে তবে চাপে পড়ে শ্রীলংকা অলআউটও হয়ে যেতে পারে সেখানে বাংলাদেশের টার্গেট খুব একটা বেশি হওয়ার কথা নয় তবেই বাংলাদেশ জিততে পারে আর যদি শ্রীলংকান ব্যাটসম্যানরা দেখে শুনে খেলে তাজুল, নাইম সাকিবকে মোকাবিলা করতে পারে তবে এ ম্যাচের ফলাফল নিশ্চিত ড্র।
তবে শেষ দিনে চট্টগ্রামের উইকেটে ব্যাট করা সহজ নয়! শেষ দিনের নাটকের অপেক্ষায় থাকুন।