সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হলেন মো.আবদুর রউফ তালুকদার

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত রবিবার, ১২ জুন, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করা বৃহত্তর পাবনা তথা উত্তরবঙ্গের কৃতীসন্তান ও সরকারের সিনিয়র সচিব মো. আবদুর রউফ তালুকদার। তিনি সমগ্র উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হলেন। প্রথম ব্যক্তি ছিলেন বগুড়ার শাহজাহানপুরে জন্মগ্রহণ করা লুৎফর রহমান সরকার। লুৎফর রহমান সরকার ছিলেন বাংলাদেশ ব্যাংকের ষষ্ঠ গভর্নর এবং রউফ তালুকদার নিযুক্ত হলেন ১২-তম গভর্নর হিসেবে।

১৯৬৪ সালে জন্মগ্রহণ করা রউফ তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস সচিবালয় ক্যাডারের জন্য নির্বাচিত হন এবং পরবর্তীতে সচিবালয় ক্যাডার বিলুপ্ত হলে তাকে প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়।

কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, মালেশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, উপসচিব, যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করে ২০১৭ সালের অক্টোবর মাসে অর্থবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত হন। ২০১৮ সালের ১ জুলাই থেকে তিনি অর্থ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের অধিকাংশ সময় তিনি দায়িত্ব পালন করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com