শেখ নুরুল আবছার নিসু, ব্যূরো প্রধান,চট্রগ্রামঃ হযরত মুহাম্মদ(সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
জোরারগন্জ বাজার স্কুল গেইট সংলগ্ন,আল-আমিন মার্কেটের সামনে দিয়ে প্রজেক্ট রোড়ে গিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিলটি শেষ হয়।মিছিল থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে এবং বিবি আয়েশা (রা:)কে নিয়ে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করা হয়।
বক্তারা এ ধরনের বক্তব্য মুসলিম চেতনাকে আঘাত করা হয়েছে,অবমাননাকর বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়েছে,নইলে মুসলমানেরা পাল্টা জবাব দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।