শেখ নুরুল আবছার নিসু, ব্যূরো প্রধান, চট্রগ্রামঃ নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে সরল ও গন্ডামারা ইউনিয়নে অনিয়ম-সহিংসতার খবর পাওয়া গেলেও বড় কোনো দুর্ঘটনা ছাড়াই অন্যান্য ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ১৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।
এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। বাঁশখালীতে সরকারদলীয় নৌকা প্রতীকে ৭ এবং স্বতন্ত্র ৬ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।