অনলাইন ডেস্কঃ চিড়িয়াখানার সাধারণত পশুপাখিদের দেখা যায়। কিন্তু চিড়িয়াখানার ক্যামেরায় দেখা যাচ্ছে একেবারে অন্যরকম এক প্রাণী হেঁটে বেড়াচ্ছে। এরকমই ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানার সিসিটিভি ক্যামেরায় এমন এক প্রাণীর ছবি উঠেছে যাকে কোন ভাবেই শনাক্ত করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অজানা প্রাণীর ছবিটিকে টুইট করে সেটিকে শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে সর্বসাধারণের কাছে।
গত ২১ শে মে রাত ১:২৫ নাগাদ মোশন ক্যামেরায় ধরা পড়ে দুই পায়ে হেঁটে বেড়াচ্ছে এক রহস্যময় প্রাণী। প্রাণীটি চুপাকাবরা (Chupacabra) কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। চুপাকাবরা (Chupacabra) হল আসলে লাতিন আমেরিকার জনপ্রিয় গল্পের একটি দানবীয় প্রাণী। বলা হয়, এই প্রাণীটি রাতের অন্ধকারে অন্যান্য প্রাণীদের আক্রমণ করে এবং তাদের রক্ত পান করে। আপাতত এই অজানা প্রাণীটিকে নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।