রুবেল আহমেদঃ
পৃথিবীর সব বাবা-ই সব সময়ই সন্তানের ভালো চায় তারা চায় তার সন্তানেরা ভালো থাকুক সবসময় কিন্তু কেউ প্রকাশ করতে পারে কেউ পারেনা।
বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সব বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা আর অন্তহীন ভালোবাসা। বাবা আসলে শুধু একটি নাম বা ডাকার মতো শব্দ নয়। বাবা হচ্ছেন একটি সুবিশাল বটবৃক্ষ। যার ছায়া পৃথিবীর সব ঝড়-ঝাপ্টা আর রোদে পোড়া থেকে রক্ষা করে বুকে আগলে রাখে।একটি শব্দ ও দু’টি বর্ণে হৃদয়ের স্পন্দন। বাবাকে নিয়ে যত কথা, যত স্মৃতি; তা কয়েক কোটি শব্দ দিয়েও পূরণ করার নয়।
আজকের এই বাবা দিবসে আমরা সব বাবাকে জানাই গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। মহান রাব্বুল আলামিন সকল বাবাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
‘বাবা, আজ তোমায় খুব মনে পড়ছে। তোমার অভাব প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজে, প্রতি অবস্থায়ই অনুভব করি আমার অস্তিত্বজুড়ে।’ মানুষ মরণশীল। আমিও একদিন চলে যাব পৃথিবী ছেড়ে। কিন্তু তোমাকে হারিয়ে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কিছু হারিয়েছি।