আসছে ফজলুর রহমান বাবু ও মৌসুমী অভিনীত নতুন ছবি ভাঙ্গন রোববার রাতে এ ছবির পোস্টর প্রকাশিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মির্জা শাখাওয়াত হোসেন শিগগিরই ছবিটি মুক্তি পাচ্ছে।
এদিকে এ ছবি নিয়ে নতুন সমালোচনায় মজেছেন নেটিজেনরা তারা এটাকে মৌসুমীর সংসারে ভাঙ্গন হিসেবে তুলনায় মেতেছেন।