নোয়াখালী প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নোয়াখালীতে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনধি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দক্ষিণ বঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সাফল্য কামনায় বক্তব্য করেন ।