বাবা-মা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল-নওশীন নাহরীন মৌ। ১৩ জুলাই নিউ ইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নওশীন। মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন।
আনন্দের খবরটি নওশীন তার ফেসবুকে জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন—‘আল্লাহর অশেষ কৃপায় আমি ও আদনান আশীর্বাদ হিসেবে কন্যা সন্তান পেয়েছি। গতকাল দুপুর সাড়ে ১২টার (স্থানীয় সময়) দিকে পৃথিবীর আলো দেখেছে আমাদের সন্তান। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নওশীন-হিল্লোল দম্পতির কন্যার নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দ। কন্যার সঙ্গে তোলা ছবিও ফেসবুকে শেয়ার করেছেন নওশীন। তাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই জুটি।