সাকিব বুবলীর বিয়ে ও বাচচাকে নিয়ে নিয়ে মাতোয়ারা মিডিয়া পাড়া।
আর সেটি হয়েছে বছর কয়েক আগে। আর সে সময়ের বেবি বাম্পের ছবি এতোদিন পর সামনে এনেছেন বুবলী। তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মে’য়ে নয় ছে’লের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছে’লের নাম শেহ’জাদ খান। ইতিমধ্যে শাকিব-বুবলীর আড়াই বছরের ছে’লের ছবি প্রকাশ হয়েছে।