বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

নারী শ্রমিকের অধিকার রক্ষায় নাটক “ন্যায্য মজুরী চাই”

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা)ঃ ৩১ মে, ২০২৩ তারিখে বিকাল ৪.৩০টায় দাতা প্রতিষ্ঠান অক্সফ্যাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় এবং লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী কালি মন্দির মাঠ প্রাঙ্গনে চিংড়ি চাষে নারী শ্রমিকদের সমমজুরী ও সমঅধিকার রক্ষায় জেলেখালী যুব শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক দলের আয়োজনে “ন্যায্য মজুরী চাই”নাটক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, নারীদের সমমর্যাদা ও সমঅধিকারের জন্য সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছে। আইনেও নারী শ্রমিকের সমমজুরী পাওয়ার অধিকার রয়েছে। তাই সকল ঘের মালিককে নারী শ্রমিকের সমমজুরী দেওয়ার জন্য অনুরোধ করব।

নাটকের দৃশ্যে নারী ও পুরুষ শ্রমিক ঘেরে সকলে সমান কাজ করেও ঘের মালিকদের কাছ থেকে নারী চিংড়ি শ্রমিকরা সমান মজুরী পাচ্ছে না আবার কোথাও ঘের মালিক দ্বারা নারী শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, এছাড়া ঘেরে বাথরুম, খাবার পানির ব্যবস্থা ও বিশ্রাম নেওয়ার মত ছায়াযুক্ত কোন স্থান নেই সেই দৃশ্যপট তুলে ধরা হয়েছে।

এলাকার নারী শ্রমিকরা মনে করেন নাটকটি দেখে ঘের মালিকরা যদি বিষয়টি বিবেচনা করেন তাহলে তাদের পুরুষ শ্রমিকের মতো কাজের পরিবেশ এবং সমমজুরী ও সমঅধিকার পেতে সহায়তা করবে।

এলাকার সকল শ্রেনি পেশার মানুষ নাটকটি উপভোগ করেন। উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম অফিসার দেবব্রত কুমার গাইন, হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শীরিন সীমা, শীরিনা পারভিন ও সাধনা রানী বৈদ্য।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com