আমি নটী
পাঞ্জাব বিশ্বাস
আমি নটী!
নিপাট বেশ্যা আমি।
আদিম সাম্যবাদের বেওয়ারিশ শরীর!
সামান্তবাদের নিষিদ্ধ-পল্লী কামনার!
রাজতন্ত্রের সুরক্ষিত হেরেম,
কখনো পুত্রের কখনো পিতার!আমি সেই নটী,
কামুক জনকের সুফলা শস্যের চিরায়ত ভূমি!
সীতা সাবিত্রী দ্রৌপদী জগৎমাতা!
অনাদিকালের মরু-মরিচিকায়
প্রাণ দিয়েছি জলন্ত চিতায় সৃষ্টির উন্মাদনায়!
কখনো প্রেমিক পুরুষের হয়ে,
রঙ বদলের অবাক বিস্ময়ে ,পৃথিবীকে দিয়েছি ঋণ!
স্থান কাল পাত্র-গুনে কোথাও-রাত্রি কোথাও-দিন!রাজমহলে আমিই রাণী, রাজদণ্ডের প্রেরণা মহিয়সী!
রঙমহলে নূপুরের সুর, সুরারপাত্র ভরপুর!
বাসর শয্যায় পুস্পশোভা, একটি গানের অনেক সুর।
কখনো প্রেম কখনো প্রলয় কখনো অনাবিষ্কৃত গ্রহ
কখনো ভোগে কখনো ত্যাগে লোভে-নির্মোহ!!