একটা সময় ছিল যখন ম্যাচ পেনাল্টি শুটআউটে গেলে আর্জেন্টিনা ম্যাচ জেতা নিয়ে সন্দেহে থাকতে হতো ।
এরপর ২০২১ আসলো। এমিলিয়ানো মার্টিনেজ নামের এক গোলকিপার, যে কিনা অ্যাস্টন ভিলায় খেলে, তাঁর সুযোগ হলো জাতীয় দলে।
বাকিটা ইতিহাস!
মেসি, ডি মারিয়াদের সাথে গোলবারে যে হিরো লাগতো , সেটা হয়ে গেলো দিবু। প্রথম শুটআউটেই কলম্বিয়াকে আটকে দিল, আর্জেন্টিনা কোপা জিতলো ২৮ বছর পরে, কাটলো ট্রফি খরা।
পরের মঞ্চ ছিলো বিশ্বকাপ। এবারও ডাচ আর ফ্রেঞ্চদের বিপক্ষে শুটআউট হিরো মার্টিনেজ। ফাইনালে এক্সট্রা টাইমে মুয়ানির শট সেভ দিয়ে ম্যাচ পেনাল্টি শুটআউটে নিয়ে যাওয়ার ক্রেডিটও তাঁর।
লিওনেল মেসি এটা জানেন, আর্জেন্টিনার ভক্তকূলও এটা মানে যে আর্জেন্টিনার রিসেন্ট সাকসেসে মেসি, ডি মারিয়ার সাথে এমির অবদান কতটা গুরুত্বপুর্ন ছিলো।
তাই মেসি আজ আবার জড়িয়ে ধরলেন তাঁকে। আরো একবার মেসিদের রক্ষাকর্তা হয়ে এলেন যে এই এমি মার্টিনেজ!