কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী, উপজেলা কৃষি অফিসার মো. মোশারফ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ১২ টি স্টলে কৃষি মেলা অনুষ্ঠিত হবে।
পাঠকপ্রিয় খবর সমুহঃ