মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প ‘তথ্য আপা’ কর্মরত নারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে অবস্থান করছেন। তারা চুক্তিভিত্তিক বাতিল করে রাজস্ব করতে অবস্থান করেছেন।
রোববার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা অবস্থান করছেন।
জানা গেছে, ‘তথ্য আপা’ প্রকল্পে দুই হাজারের বেশি নারী কর্মরত রয়েছেন। তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এই প্রকল্পটি সব নারী ধারা পরিচালিত করা হয়।