ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন ৩২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
এর আগে, গত ১৩ আগস্ট ডিএমপির আওতাধীন বিভিন্ন থানার ১৮ ওসিকে বদলি করা হয়েছিল।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- যাত্রাবাড়ী থানার ওসি বিএম ফরমান আলী, গুলশান থানার মাজহারুল ইসলাম, মতিঝিল থানার আবুল কালাম আজাদ, পল্টন থানার মনির হোসেন মোল্লা, শাহবাগ থানার মোস্তাজিরুর রহমান ও পল্লবী থানার অপূর্ব হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় এসব ওসির বেশিরভাগই ছাত্রদের ওপর গুলি চালানো, গণগ্রেফতার ও হয়রানির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।