স্টার আনন্দ প্রতিবেদক : মডেল – অভিনেত্রী বাঁধনের পোশাক আর জীবনে সাহসের ছাপ সুস্পষ্ট। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সমরে থকে তিনি তার প্রমাণ দিয়েছে। চলমান ভয়াল বন্যা পরিস্থিতেও তার সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। আবার সেইসঙ্গে দেশি শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় বাঁধনকে। দেশি ফ্যাশনের বিভিন্ন আয়োজনে তিনি থাকেন। কারণ, দেশি পোশাক পরেন বাঁধন সচেতনভাবেই।
নিজের পোশাক প্রসঙ্গে বাঁধন বলেন, তারকাদেরকে অনেকেই অনুসরণ করতে ভালোবাসেন। তাই তারা যদি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে দেশি ফ্যাশনকে তুলে ধরেন সকলের সামনে দেশের ঐতিহ্যবাহী ও এদেশে বানানো পোশাক পরে, তবে তা খুবই ফলপ্রসূ হবে। আর ঠিক সেই কাজটিই করতে দেখি আমরা বাঁধনকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা এমনিতেও দেশি জামদানি, মণিপুরী শাড়ি পরেন তিনি।
এই সিঙ্গেল মাদারের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে তার বৈচিত্র্যময় আর বাঁধনহারা ফ্যাশন স্টেটমেন্টের মাঝে। বলা যায়, শুধু পোশাকে নয়। বরঞ্চ সত্যিকারের সাহসী এই অভিনেত্রী। এবারে তবে ইন্সটাগ্রাম থেকে পাওয়া নানা লুকের ছবিতে দেখুন বাঁধনের বৈচিত্র্যময় আর বাঁধনহারা ফ্যাশন সেন্সের কিছু ঝলক।