আশরাফুল আলমঃ
নরসিংদী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান আব্দুল হান্নান। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ মাহবুবর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রাষ্টপতির আদেশক্রমে তাকে হবিগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (পুলিশ সুপার) থেকে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার আব্দুল হান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২৭ তম বিসিএসে তিনি পুলিশ ক্যাডার হিসাবে উত্তীর্ণ হন।
তিনি জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসীরা।