মোঃ মনিরুজ্জামান পিন্টুঃ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় ০১ লা সেপ্টেম্বর থেকে ০৩ সেপ্টেম্বর টানা ৩ দিন ব্যাপী বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে রান্না করা খাবার, কাপড়, প্রয়োজনীয় ঔষধ, মুড়ি, চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি ও গ্যাসলাইটসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সামগ্রী বিতরন করা হয়েছে।
কুইক রেসপন্স টিমের সদস্য মাহফুজ আহমেদ বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার প্রত্যন্ত বন্যা প্লাবিত এলাকায় গত ৩ দিনে প্রতিদিন দেড় হাজার লোককে এভাবে টানা ৩ দিনে প্রায় সাড়ে চার হাজার লোকের হাতে রান্না খাবার প্যাকেট, শুকনা খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন এই মহতি কাজে আমাদের সেচ্ছাসেবী সংগঠন “এসএসসি ৯৭-এইচএসসি-৯৯” এর যে সকল বন্ধুরা নগদ অর্থ, বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে সাহায্য ও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং “আমাদের কুইক রেসপন্স টিম” সেসকল বন্ধুদের সার্বক্ষণিক অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগ সফল হয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
টিমের আরেক সদস্য মোঃ রুমন রেজাউল বলেন, বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন বানভাসীরা। অনেকেই খাদ্যের অভাবে ভুগছেন। সরকারের পাশাপাশি সারাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসএসসি ৯৭-এইচএসসি-৯৯ বন্ধুরা মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় টানা তিনদিন বন্যাকবলিত এলাকায় এই কার্যক্রম করা হয়েছে।