রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পত পত করে উড়ছে গৌরবের লাল-সবুজের দেশের জাতীয় পতাকা
ক্রিকেট যতই গৌরবময় অনিশ্চয়তার খেলা হোক, যে পাকিস্তানের বিপক্ষে গত দুই যুগে একটি টেস্টেও জয় ছিল না, সেই দলটাকে তাদেরই মাটিতে ২-০ তে বাংলাওয়াশ, কে ভেবেছিল! অভাবনীয় সেই কাজটাই করেছে নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডিতে এশিয়ান ক্রিকেটের অন্যতম পরাশক্তিকে ¯্রফে উড়িয়ে দিয়েছে টাইগাররা। অনন্য, অবিস্মরণীয় এ কীর্তির পর বিশ্ব মিডিয়ার শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস।’ আরেকটি বিশেষ নিবন্ধে নিজেদের টেস্ট ইতিহাসে অতীতে পাকিস্তানের এমন লজ্জার পরিসংখ্যান তুলে ধরে ক্রিকেটের জনপ্রিয় এই সাইটটি ‘ভৌতিক’ শব্দটি ব্যবহার করেছে।
দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন শান মাসুদ, বাবর আজমদের ‘রাবিশ’ বলে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছে। বাংলাদেশের সাফল্য উঠে এসেছে আইসিস এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সাইটেও। মঙ্গলবার দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের বড় জয়ের পরপরই অধিনায়ক শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূস ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
টাইগার ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুকে ট্রফিসহ শান্তদের দলীয় ছবি দিয়ে লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘এমন অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। এটা বিশেষ সিরিজ জয়। এর আগে দেশের বাইরে দুইবার জিতেছি। তবে এটা বিশেষ, আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম তখন কিন্তু ওদের পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম ছিল না।’
ওদিকে পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রশংসা করেছেন সাবেক দুই তারকা শহীদ আফ্রিদি ও রমিজ রাজা, ‘আপনি বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে পারবেন না। তারা দুটো টেস্টেরই পুরোটা সময় যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। প্রশংসা করতেই হয়।’ আর রমিজ বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটের জন্য এটা শোকের মাস, বাংলাদেশের জন্য বিজয়ের, উৎসবের।’
পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদ, প্রধন কোচ সাবেক অস্ট্রেলিয়ান তারকা পেসার জেসন গিলেস্পি এবং ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভিও বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘দুইটা টেস্টে এভাবে জয় ফ্লুক হতে পারে না। অভিনন্দন বাংলাদেশ।’ আর ভারতীয় তারকা রবিচন্দ্রন আশ্বিন টাইগারদের অভিনন্দন জানিয়ে আসন্ন হোম সিরিজ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। চলতি মাসেই ভারত সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।