শেখ নুরুল আবছার নিসু,বিভাগীয় প্রধান,চট্রগ্রাম।
মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে মোহাম্মদ রাসেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৭ জুলাই) সন্ধ্যা ৭ টায় উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বলাকাপুকুর এলাকার জিনত আলী কামলা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই বাড়ির রসুল আহম্মদের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, রাসেল সন্ধ্যায় ঘরে বিদ্যুতের কাজ করার সময় হটাৎ বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর তাকে উদ্ধার করে দ্রæত বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আলী জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রসুল আহম্মদ গরিব মানুষ। তার ছেলে জোরারগঞ্জে ওয়ার্কসপে কাজ করে সংসার চালায়। আজ সন্ধ্যায় বিদ্যুতের কাজ করার সময় সে বিদ্যুৎপৃষ্টে সে মারা যাওয়ার খবর শুনে খুব খারাফ লাগছে।
পাঠকপ্রিয় খবর সমুহঃ