শেখ নুরুল আবছার নিসু,চট্রগ্রাম ব্যূরো প্রধান।
সিলেট ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, মীরসরাইয়ের কৃতি সন্তান ড. তিলক নাথ ডেনমার্ক কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রনে শিক্ষার্থীদের “One Health with social science twist” বিষয়ে পাঠদানের জন্য ডেনমার্ক সফরে গিয়েছেন। তিনি এর আগে দক্ষিণ কোরিয়ায় গবেষণার কাজে নিজেকে নিয়োজিত রাখছিলেন।
তিনি বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য বিশ্বব্যাপী বেশ প্রসংশা কুঁড়িয়েছেন। তাঁর একাধিক গবেষণাধর্মী কার্যক্রম বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। বিভিন্ন দেশের একাধিক গবেষক বাংলাদেশে এসেছেন তাঁর কার্যক্রম দেখতে।