মিরসরাইয়ে এক স্কুল শিক্ষিকাকে শ্লীনতাহানির অভিযোগে যুবককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে মিরসরাই নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.এন জামিউল হিকমা। ওই যুবকের নাম মোহাম্মদ সওকত হোসাইন।
সোমবার (২৯ আগস্ট) সকালে তাকে কারাদণ্ড দেওয়া হয়। সে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী গ্রামের আবুল মনছুরের ছেলে।
ওই শিক্ষিকা জানান, তিনি মিরসরাই উপজেলায় একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সোমবার (২৯ আগস্ট) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের মধ্যে সওকত হোসাইন তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে বিষয়টি লিখিতভাবে তিনি মিরসরাইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.এন জামিউল হিকমাকে অবহিত করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সওকতকে এক মাসের কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা জানান, ওই শিক্ষিকা লিখিত অভিযোগ দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শিক্ষিকার অভিযোগ সত্য প্রমাণিত হওয়া অভিযুক্ত মোহাম্মদ সওকত হোসাইনকে এক মাসের কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।