গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে, AEOSIB এর তত্ত্বাবধানে এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (NIET) এর ব্যবস্থাপনায় SEIP এর আওতায় বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 10,800/- (দশ হাজার আটশত) টাকা ভাতাসহ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।
প্রশিক্ষণ ট্রেডসূমহঃ
1. ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
2. ইলেকট্রিক্যাল এন্ড নেভিগেশন ইকুইপমেন্ট ইন্সটলেশন
সুবিধাসূমহঃ
1. সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান
2. প্রশিক্ষণ শেষে 10800/- (দশ হাজার আটশত) টাকা ভাতা প্রদান।
3. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের দেশে বিদেশে চাকরির সু-ব্যবস্থা।
4. আবাসিক থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে
ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্রঃ
1. পাসপোর্ট সাইজের ছবি (2) দুই কপি
2. NID বা জন্ম সনদের ফটোকপি
3. আগ্রহী প্রার্থীদের বয়স 18-45 বৎসরের মধ্যে হতে হবে।
4. প্রার্থীকে সর্বনিম্ন অস্টম শ্রেণি পাশ হতে হবে
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
National institute of Engineering Technology (NIET)
ঠিকানা : কুমারপাড়া,দুপ্তারা,আড়াইহাজার,নারায়ণগঞ্জ
মোবাইল : 01992-077024,01680-321525,01992-077025,
01992077029
E-mail: Niet.aeosib@gmail.com
পাঠকপ্রিয় খবর সমুহঃ