গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় ও এ.ডি.বি এর আর্থিক সহায়তায় Skills for Employment Investment Program(SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে SEIP-BACCO Free Govt. Training প্রকল্প।
আইটি সেক্টরে দক্ষ জনশক্তি তৈরিকরণ, বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে ও কর্মসংস্থান সুযোগ তৈরীর উদ্দেশ্যে সম্পূর্ণ বিনা খরচে UY Systems Ltd. এর তত্ত্বাবধানে BACCO-SEIP প্রজেক্ট এর আওতায় ২ মাস মেয়াদি (প্রফেশনাল ডিজিটাল কন্টেন্ট ম্যানেজম্যান্ট) PDCM Course (Offline)- অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/pfaLtR9wjt9A6Ru39
স্কলারশিপটিতে সুযোগ পাওয়ার জন্য লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ন হয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা নিয়ে নিজের সুন্দর ক্যারিয়ার গড়তে কোর্সটিতে আবেদন করুন।
প্রশিক্ষণের সুযোগ সুবিধা সমূহঃ
= সম্পূর্ন বিনামূল্যে প্রশিক্ষণ নেয়ার সুযোগ।
= প্রশিক্ষণ শেষে উত্তীর্ন প্রশিক্ষণার্থীদের সরকারী সার্টিফিকেট প্রদান।
= প্রশিক্ষণ শেষে একালীন ভাতা প্রদান।
= আন্তর্জাতিক মানের ইংলিশ স্পোকেন সার্টিফিকেশন।
= প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাওয়ায় সহায়তা।
গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ
শুধুমাত্র স্নাতক/স্নাতকোত্তর/ডিগ্রি অথবা ডিপ্লোমা সম্পন্ন করা প্রার্থীরাই এই কোর্স টি করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই উল্লখিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথব সনদপত্রের ফটোকপি প্রদর্শন করতে হবে।
যারা ইতিপূর্বে এসইআইপির প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তারা পুনরায় এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।
ঢাকায় বসবাসরত যেকোনো জেলার শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে।
কোর্স করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে।
৪৫ টি ক্লাস এর সমন্বয়ে সপ্তাহে ০৫দিন- ০৪ ঘন্টা করে ইউওয়াই সিস্টেমস লিমিটেড, মহাখালী, ওয়ারল্যাস গেট কলম্বিয়া সুপার মার্কেট লিফট-০৫ এর নিজস্ব ডিজিটাল অত্যাধুনিক ল্যাবে এসে ক্লাস করার সময় থাকতে হবে।
কোর্সটিতে আপনার যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহন নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/FSCiPJ2tSUA3bMgp6
(বিঃদ্রঃ নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।)
ট্রেনিং এর স্থান: 31 Mohakhali , Colombia Super Market-Lift-05, UY Systems Ltd, Wireless Gate, 1213
PDCM Training 2022- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে।
প্রতিনিধির সাথে কথা বলার জন্য ফোন করুন- 01906600014 (সকাল ১০ টা – সন্ধ্যা ৬ টা)